বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৩ এএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৫৯ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বরগুনার বেতাগীতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে খানেরহাট এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।
নিহতদের মধ্যে কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬) পরিচয় পাওয়া গেলেও এক কিশোরের মৃতদেহের পরিচয় মেলেনি।
গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানা পুলিশ জানায়, উপজেলার মোকামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে মরহুম হাঁচান উদ্দিন রহঃ এর ওফাত দিবস উপলক্ষে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় তারা। এ সময় স্থানীয়রা তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন কিশোরকেই মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে তিন কিশোরকে হাসপাতালে আনার আগেই মারা যায় বলে জানিয়েছে চিকিৎসক।