'সিত্রাং'এ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুন : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ এএম, ২৬ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৩২ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
গতকাল মঙ্গলবার ২৫শে অক্টোবর বেলা ১২টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এসময় তিনি কুতুবদিয়া পাড়া, সমিতি বাজার ও নাজিরারটেক এলাকায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন, দুঃসময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি বলেন, মাছ ধরার মৌসুমে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কক্সবাজার জেলায় চিংড়ি ঘের মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্ত চিংড়ী ঘের মালিক, মাঝি মাল্লা ও সমুদ্র উপকূলে বসবাসরত মানুষের সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজলের সাথে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, ১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রিটন, পৌর যুবদল নেতা মোহাম্মদ ফারুক, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক আজম, কক্সবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সদস্য সচিব ইনজামামুল হক, বিএনপি নেতা নূর উদ্দিন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এস এম তোহফা, সাধারণ সম্পাদক আহসান মাহমুদ হাবিব সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।