সড়ক দুর্ঘটনায় পুলিশের গাড়ি, দুই কনস্টেবলসহ আসামির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০০ এএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে জামালপুরের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা এক আসামিরও মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক সড়কের গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. নুরুল ইসলাম (৪০) ও মো. সোহেল রানা (২৮)। তারা দুজনই জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নিহত নুরুল ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়ার মৃত আবুবকর সিদ্দিকের ছেলে এবং সোহেল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।
নিহত আরেকজন হলেন ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। তিনি জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সোমবার সকালে জামালপুর জেলা কারাগার থেকে নারী নির্যাতন মামলার এক আসামিকে ডিএনএ টেস্ট করতে ঢাকায় নিয়ে যান কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানা। দায়িত্ব পালন শেষে একটি মাইক্রোবাসে করে রাত ৮টার দিকে জামালপুর ফিরছিলেন তারা। এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ইসলাম ও ওই আসামি মারা যান।
পরে গুরুতর অবস্থায় এসআই আজিজুল হক ও কনস্টেবল সোহেল রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সোহেলের মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।