নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, নাচোলের উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৪ পিএম, ২৪ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৫ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল কাদেরকে বরখাস্ত করা হয়েছে। ১৯শে অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
গতকাল রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আনিছুর রহমান মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং নৈতিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। উপজেলা পরিষদ আইন অনুযায়ী কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে অভিযুক্ত চেয়ারম্যানের দাখিলকৃত জবাবে আনীত অভিযোগ খণ্ডনের বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ উপজেলা পরিষদ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। নাচোল উপজেলার চেয়ারম্যান মোহাঃ আব্দুল কাদেরকে স্বীয় পদ থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আনিছুর রহমান মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে চাঁপাই চিত্রকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আসা প্রজ্ঞাপনটি পেয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ই নভেম্বর উপজেলা চেয়ারম্যানের কাদেরের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল হয়। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।
ওই সময় নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। নারীর সম্ভ্রমহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ঘটনার রহস্য উদঘাটনপূর্বক উপজেলা চেয়ারম্যান কাদেরের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় জেলা প্রশাসকের কাছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার কাছে দাবি জানানো হয় কাদেরকে দল থেকে বহিষ্কারের।