শরীয়তপুরে ব্রিজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নিহত- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ এএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪৯ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
আজ রোববার (২৩ অক্টোবর) ভোরে 'স্বর্ণদ্বীপ প্লাস' নামক লঞ্চের সাথে ব্রিজের ধাক্কায় লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংক পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ লঞ্চটি শরীয়তপুরের ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোররাতের দিকে মেঘনা থেকে লঞ্চটি জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে।
পরে পানির ট্যাংক ছিটকে গিয়ে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়লে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন ও ২ জন আহত হন। নিহত ৩ যাত্রীর মরদেহ ডামুড্যা উপজেলা কমপ্লেক্সে রাখা আছে বলেও জানান ওসি।