যশোর-বেনাপোল মহাসড়কসহ রেলস্টেশন গুলোতে পুলিশের ব্যাপক তল্লাশী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ২১ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৪০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ শুক্রবার দিনভর যশোর-বেনাপোল মহাসড়কসহ রেলস্টেশন গুলোতে পুলিশের ব্যাপক তল্লাশী লক্ষ্যকরা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টায় ঝিকরগাছা রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, পুলিশের ব্যাপক উপস্থিতি। এসময় খুলনাগামী যাত্রীদেরকে ব্যাপক তল্লাশীসহ টিকিট চেক করা হয়েছে। এছাড়া খুলনা সমাবেশে যেতে পারে এমন সন্দেহ হলে তাদেরকে স্টেশন থেকে বের করে দেয়া হয়েছে। যশোর ও খুলনাগামী বেশ কয়েকজন ট্রেনযাত্রীকে সমাবেশে যাওয়ার সন্দেহে তাদের টিকিট ছিড়ে ফেলাও হয়েছে বলে অভিযোগ।
এছাড়া যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার লাউজানী, নাভারন ও শার্শা উপজেলার বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগ, যশোর জেলা পুলিশের নামে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি বাস, মাইক্রো ও প্রাইভেটকার, মোটরসাইকেলে চলাচলকরা মানুষদেরকে তাদের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খুলনায় বিএনপির সমাবেশে যেতে পারে এমন সন্দেহ হলেই তাদেরকে বিপরিত দিকে ফেরত দেয়া হচ্ছে। এব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন, জিআরপি পুলিশের অনুরোধে রেলস্টেশনের আইনশৃংখলা বজায় রাখা ও বিনা টিকিটে যাত্রী উঠানামা ঠেকাতে ঝিকরগাছা থানা পুলিশ দায়িত্ব পালন করছে।
ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু বলেন, আজ ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে বেশ কয়েকদিন থেকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর নামে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে দফায় দফায় হানা দিয়েছে। এছাড়া গত দুই দিন ধরে মোবারকপুর রেলস্টেশন রোড়, দলীয় কার্যালয়সহ বিএনপি নেতৃকর্মীরা চলাফেরা করে এমনসহ স্থানে পুলিশ অন ডিউটি করছে। শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীরা খুলনা সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে ঝিকরগাছা রেলস্টেশনে গেলে পুলিশ ও স্থানীয় ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের টিকিট ছিড়ে ফেলে স্টেশন থেকে রেব করে দিয়েছে বলেও জানান তিনি।