শাজাহানপুরে নিখোঁজের দু’দিন পর কৃষকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ পিএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৫৪ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দু’দিন পর ধানের জমির আইল থেকে চাঁন মিয়া(৫৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চাঁন মিয়া উপজেলার সুজবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান মন্ডলের পুত্র।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের আইল থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনেরা জানিয়েছে, চাঁন মিয়া গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহষ্পতিবার ইটভাটা সংলগ্ন একটি ক্ষেতের আইলে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে জমিতে কাজ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের নাক-মুখে রক্ত দেখা গেছে বলেও স্বজনেরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রউফ জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।