জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ এএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জয়পুরহাটে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুজন ছাত্র নিখোঁজ হয়েছিল গতকাল বুধবার দুপুরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ চালাচ্ছিলেন। পরে রাজশাহী থেকে রাতে ডুবুরী দল এসে নিখোঁজ ২ জন ছাত্রর মৃত দেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, আসন্ন কালিপুজার জন্য জয়পুরহাট শহরের রেলস্টশন এলাকার কালি মন্দিরের গত বছরের প্রতিমা চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে বিসর্জন দিতে যান সনজিত ও তন্ময়সহ কয়েকজন। এসময় তন্ময় অসাবধানতা বশত নদীতে ডুবে যায়। তখন সনজিত তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যান। দীর্ঘ ১৬ ঘন্টা পর আজ সকাল ১০ টায় ঐ ২জন ছাত্রর মৃতদেহ শ্মশান ঘাটের কাছের ১ টি খাল থেকে উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরী দল।
নিখোঁজ দুজন হলেন, সনজিত কুমার (২৪) জয়পুরহাট পৌর শহরের স্টেশন রোড এলাকার বিশ্বজিতের ছেলে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র। একই এলাকার পরেশের ছেলে এ তন্ময় ঘোষ (১৬) সে কাশিয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। মায়ের বুক খালি করে মৃতদেহ নিয়ে পুরো পরিবার ও জেলাবাসী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। তাদেও পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারি উপ পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, উদ্ধার অভিযান সুষ্ঠু ভাবে শেষ হয়েছে। ২জনেরই লাশ উদ্ধার করা হয়েছে।