শ্রীপুরে ক্রেনে উল্টে ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০১ এএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে রেললাইনে ক্রেন উল্টে পড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সাতখামাইর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ। তিনি জানান, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।