আলফাডাঙ্গায় ম্যাজিষ্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৭ জন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ এএম, ১৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় এতিমখানা মাদ্রাসায় ম্যাজিষ্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টিাবর) সকাল ১০টায় এক লিখিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান।
ফরিদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দিগ নির্দেশনায় ও সার্বিক তদারকির ফলে টিম আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ৭জন ভ’য়া ম্যাজিষ্ট্রেট ও সাংবাদিক গতকাল বুধবার (১২ অক্টোবর) রাতে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে।
এ সময় তাদের ব্যবহৃত একটি নোয়া গাড়ি (ঢাকা মেট্রো-ঢ-১৬-৩৪৫৭), ক্যামেরা, পাঁচটি মোবাইল ফোন, চার্জার, দৈনিক প্রথম বেলা, দৈনিক বিজয় বাংলা, দৈনিক নাগরিক ভাবনাসহ বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-নোয়া খালী জেলার সুধারাম উপজেলার সোনাপুর গ্রামের রাকিবুল হায়দার (৩০),জামালপুর সদর উপজেলার উপজেলার খড়খড়িয়া গ্রামের রেজাউল করিম খান (২৫) গাজিপুর জেলার বাসন উপজেলার মোঘরখাল গ্রামের আরাফাত হোসেন (২৩),একই উপজেলার মধ্য চান্দড়া গ্রামের শামীম হোসেন (৪০),একই উপজেলার দিঘির চালা গ্রামের আতাউর রহমান (৪৫), শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার, কৃষ্ণপুর গ্রামের জীবনী (১৮), ও জামালপুর সদর উপজেলার ডোয়ালপাড়া (সুলটিয়া বাজার) সোমা (১৮)।
সাংবাািদক সম্মেলনের মাধ্যমে তিনি আরো জানান উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় অনেক দুর্নীতি চলছে- এমন অভিযোগ করে বুধবার বিকালে সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিট করার নামে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য চাওয়া হয় মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরফুদ্দিনের কাছে। তারা ‘অডিট করার বিল’ বাবদ নগদ ৩ হাজার টাকা নেয়। আরও ৪০ হাজার টাকা দাবি করে, যা দুই দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়। একই কায়দায় উপজেলার পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসায় প্রবেশ করে অধ্যক্ষ হাফেজ মো. ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করে।
মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহ হলে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানালে তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে জানা যায় তারা অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে ঢাকা থেকে আলফাডাঙ্গায় এসে বিভিন্ন মাদরাসায় প্রতারণা করে টাকা দাবি করছে। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা পুলিশকে খবর দিলে রাতে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় রাতে ইউসুবেরবাগ গোরস্থান মাদরাসা ও এতিখানার অধ্যক্ষ মাওলানা মো. শরফুদ্দিন মোল্যা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রজ্জু করার পর ,আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।