কাপাসিয়ার সাত দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ এএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বেলাসি গ্রামের কোঠামনি বাজারে গতকাল মঙ্গলবার বিকালে আগুনে সাত দোকান পুড়ে ছাই। এতে অন্তত প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় কোঠামনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম জানান, হঠাৎ করেই এক দোকানে আগুনের স্ত্রূপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আশপাশ দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে বাজারের ইসমাইল, রেজাউল, শরিফ, মারুফ, ফাহিম ও রিফাতের ঘরসহ দোকানের সম্পূর্ণ মালামাল ভস্মিভূত হয়েছে। দোকানগুলোর মধ্যে ৫টি মুদি দোকান, একটি রাইস মিল ও একটি মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে এ গুলো জানা যাবে।
খবর পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান এবং সহকারী কমিশনার (ভূমি) নাজমূল হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতি দোকানিকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের আশ্বাস দেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেছে।