কাঁচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৫ এএম, ৯ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ১১:০৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে অটোচালকসহ ৫ জন নিহত হয়েছেন।
আজ রবিবার (০৯ অক্টোবর) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই নুরুদ্দিন নামে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। নিহত ৫ জন হলেন- অটোযাত্রী নুরুদ্দিন, মো. হানিফ (৩০), মো. মামুন (৩১), পোশাক শ্রমিক অজানা পুরুষ সনাতন ধর্ম (৩৬) মো. জামাল হোসেন (৪০)।
মৃত মামুনের ছোট ভাই সুমন জানান, আমার ভাই আদমজী একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ সে কাজ শেষে সিএনজিযোগে আমার বাসায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর জেলায়। পিতার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বর্তমানে আদমজী এলাকায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। নিহতের একটা মাত্র ছেলে সন্তান রয়েছে।
এদিকে মৃত হানিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি বিল্লাল হোসেনের সন্তান। বর্তমানে, যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচপুর থেকে ব্যাটারি চালিত অটো রিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঢাকা মেডিকেলের ৪ জনকে নিয়ে আসলে ৪ জনই মারা যান। ৪ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।