রাজশাহীর অপহৃতস্কুলছাত্রী ফেনীতে উদ্ধার, গ্রেফতার- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৫ এএম, ৫ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:০৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজশাহী দুর্গাপুরের অপহৃত স্কুলছাত্রীকে ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলার দুই আসামি মাহাফুজ (২৫) ও মহসীনাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম ইফফাত আরা তিন্নীকে (১৫) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করে।
এর আগে তাকে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলা থেকে অপহরণ করা হয়েছিল। এ ব্যাপারে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন, মাহাফুজ ওরফে অভি (২৫), বিয়ানুছ আলী (৫৬) ও মহসীনা বেগম (৪০)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর অপরারেশন দল সোমবার বিকালে ফেনীর ছাগলনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অপহরণ মামলার এজাহার নামীয় আসামি মাহাফুজ ওরফে অভি ও মহসীনা বেগমকে গ্রেপ্তার করে র্যাব। তাদের নিকট হতে ভিকটিম স্কুলছাত্রী ইফফাত আরা তিন্নীকে উদ্ধার করা হয়।