মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ এএম, ৫ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:১৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের কাছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামের এক রোহিঙ্গা কৃষকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আবদুল কাদের ওই এলাকার মীর আহমদের ছেলে।
আহত আবদুল কাদেরের স্বজন মো. হোসেন জানান, সীমান্তের কাঁটাতারের কাছে চারণরত গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। সন্ধ্যার দিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তিনি এখন হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তের কাছে গেলে এক রোহিঙ্গা মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।
এর আগে গত রোববার ভোরে ঘুমধুম ইউনিয়নের কুনারপাড়া এলাকার সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের দুই পা উড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় ওমর ফারুক (১৬) নামের ওই কিশোর। এ ঘটনায় আহত হন মো. সাহাবুল্লাহ (৩০) নামে আরেক যুবক।
গত ১৭ই সেপ্টেম্বর শূন্য রেখায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেলের আঘাতে মোহাম্মদ ইকবাল (১৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হন। এর আগের দিন (১৬ সেপ্টেম্বর) তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক আহত হন। এ ঘটনায় আরও ছয় জন আহত হন।