উখিয়ার আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬ এএম, ৪ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৫১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
গতকাল সোমবার (০৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ময়নারঘোনা (ক্যাম্প-১৮) আশ্রয়শিবিরের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাসফিয়া আক্তার (১১)। সে এইচ ব্লকের বাসিন্দা মো. ইয়াছিনের মেয়ে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহত তাসফিয়ার ভাবী দিল কায়েস (১৮)। তিনি একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুরের স্ত্রী।
আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা বদিউল আলম বলেন, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে একদল রোহিঙ্গা সন্ত্রাসী আশ্রয়শিবিরের এইচ ব্লকের রোহিঙ্গা মো. ইয়াছিনের ঘরের সামনে এসে জড়ো হয়। এ সময় ঘরের লোকজন বাইরে এলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ইয়াছিনের মেয়ে তাসফিয়া ও পুত্রবধূ দিল কায়েস গুলিবিদ্ধ হন।
পরে আশ্রয়শিবিরের লোকজন গুরুতর আহত দুজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশু তাসফিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। এদিকে গুলিবিদ্ধ দিল কায়েসের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত তাসফিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কী কারণে এ ঘটনা ঘটল, সেটির অনুসন্ধান চলছে।