সাগরে ট্রলারডুবি, মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ৩১ জন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ এএম, ৪ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর উপকূলে গতকাল সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
ডুবে যাওয়া ট্রলারের ৩১ রোহিঙ্গা যাত্রী আজ মঙ্গলবার সকালে সাঁতার কেটে টেকনাফের বাহারছড়া সৈকতে ফেরেন। পরে পুলিশ ও কোস্টগার্ড বাহিনী তাঁদের হেফাজতে নিয়েছে।
পুলিশ জানায়, সাঁতার কেটে উপকূলে ফিরে আসা ৩১ জনের মধ্যে ৪ জন মানব পাচারকারী চক্রের রোহিঙ্গা দালাল। বাকিরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকেন। অবৈধভাবে ট্রলারে চড়ে সমুদ্রপথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাচ্ছিলেন। মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে দালাল চক্র রোহিঙ্গাদের কাছ থেকে মাথাপিছু ২০ থেকে ৪৫ হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, আজ সকাল সাতটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া ও হলবনিয়া সমুদ্রসৈকত দিয়ে গ্রামে আসেন ৩১ জন রোহিঙ্গা। তাঁদের মধ্যে দুই নারীও আছেন। সাঁতরে তাঁরা কূলে উঠে আসতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ থাকতে পারেন। তাঁরা বর্তমানে বাহারছড়া পুলিশ ও কোস্টগার্ডের হেফাজতে আছেন।
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাগরের লবণাক্ত পানি খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
ওই রোহিঙ্গাদের একজন আবদুর রহিম (৩৫)। তিনি বলেন, গভীর সমুদ্রে একটি বড় জাহাজ অপেক্ষা করছিল। ওই জাহাজে ওঠানোর কথা বলে তিন দিন আগে দালাল চক্র শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে গাড়িতে তুলে নিয়ে আসে টেকনাফের বাহারছড়া গ্রামে। গতকাল মধ্যরাতে বাহারছড়া সৈকতের বাইন্যাপাড়া ও হলবনিয়া এলাকা নিয়ে শতাধিক রোহিঙ্গাকে একটি ট্রলারে ওঠানো হয়। সাগর উত্তাল থাকায় ট্রলারটি দুলছিল, কয়েক কিলোমিটার দূরে গিয়ে ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু রোহিঙ্গা প্লাস্টিকের গ্যালন, কাঠের তক্তায় ভেসে ও সাঁতরে উপকূলে উঠতে সক্ষম হন। তবে অনেকে নিখোঁজ আছেন।