শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের গৃদ্দানারায়নপুর মোড় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজেদুল ইসলাম সায়েম, সজীব তালুকদার, রকিবুল ইসলাম সাগর, শুভ্র দে, সাহেদ তালুকদার, লাভলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান কায়েস, শরিফুল হক শিমুল, মেহেদী হাসান হৃদয়, নাদিম হাসান, উজ্জ্বল মিয়া, শফিকুল ইসলাম সোহাগ, সোহানূর রহমান রনি, সহ সাংগঠনিক সম্পাদক প্রবাল সূত্রধর, রাব্বি আল হাসান বাবু, প্রচার সম্পাদক মাহানূর রোশান মাহিনসহ শেরপুর জেলা ছাত্রদল, শহর, থানা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি শওকত বলেন, ‘বর্তমানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ও যৌন দাসী তৈরী করে শিক্ষাঙ্গনের পরিবেশকে কলঙ্কিত করছে। ছাত্র-জনতা মিলে এদেরকে বয়কট করা এখন সময়ের দাবি হয়ে দাড়িয়েছে।’