প্রকাশ্য হাসপাতাল কর্মচারীকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মানিকগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্মচারীকে প্রকাশ্য কুপিয়েছে উল্লাস (২২) নামের এক যুবক।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামাই-শ্বাশুড়ির বাকবিতন্ডার জের ধরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের শহীদ রফিক সড়কের ওয়ারলেস গেট এলাকার শাপলা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ক্লিনিকের রিসিপশনিস্ট সাইদুর রহমান (৩০) কে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত উল্লাসের বড় ভাই উৎসব (২৬) ও তার পিতা ফালাক (৫৫) কে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গেল দুদিন আগে বাচ্চা প্রসবের জন্য গর্ভবতী স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করেন স্বামী উল্লাস। আজ সকালে শ্বশুর বাড়ীর লোকজন মেয়েকে ক্লিনিকে দেখতে আসলে সেখানে স্বামী উল্লাসের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। উচ্চ শব্দ শুনে ক্লিনিকের লোকজন এগিয়ে আসলে স্টাফদের সাথেও অশালীন বাক্য বিনিময় হয়। বড় ভাই উৎসব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চলে যায় উল্লাস। এর ঘণ্টাখানেক পর রিসিপশনিষ্ট সাইদুর রহমানকে ধারালো বটি দিয়ে অতর্কিত হামলা করে। অর্ধমিনিটের এই হামলায় মাথা এবং হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। লোকজন এগিয়ে আসলে সটকে পরেন উল্লাস।
হামলাকারী উল্লাসের বাড়ি পৌর এলাকার বান্দুটিয়া গ্রামে। প্রায় এক বছর আগে একই এলাকার হাশেম আলীর মেয়ে পুষ্পার সাথে পরিবারের অমতে বিয়ে করেন উল্লাস। এর পর থেকেই দুই পরিবারের মাঝে সম্পর্কের অবনতি ঘটে।
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদরে জন্য দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত উল্লাসকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।