কুলিয়ারচরে বাস চাপায় বিভাটেকের ৩ যাত্রী নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:২৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেপরোয়া বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা বিভাটেকের ৩ যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী দারিয়াকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। আহত ব্যক্তি পার্শ্ববর্তী ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে মোঃ ইন ইসলাম (৫৫) পিতা আমিরচান হাজী গ্রাম পূর্ব লালপুর। মোঃ মতি মিয়া(৬৫) পিতা দিদার বকস গ্রাম চান্দেরচর মানিকদী ভৈরব। আকরাম(২৬) পিতা মন্জু মিয়া। পূর্বলালপুর দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ভৈরব হাইওয়ে থানার এসআই জানান, চালক আটক আছে,তিনটি লাশ উদ্ধাে করেছি,দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক দুপুর ৩ টার দিকে কুলিয়ারচর থেকে একটি বিভাটেকের চালক তিনজন যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। এমন সময় বিভাটেকটি উপজেলার দাড়িয়াকান্দি ছয়সূতী এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুত গতির বেপরোয়া শ্যামলছায়া বাস বিভাটেককে চাপায় দেয়। এতে বিভাটেকে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে আরো দুই জন গুরুতর আহত হয়। আতহ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালের নেবার পথে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর জন কে পাশ্ববর্তী বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।