ধর্মপাশার মাটিকাটা মসজিদে সায়াদের অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ এএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়েনের মাটিকাটা গ্রামের সন্তান মো. রমিনুল হক সায়াদ এক সময় ছাত্র রাজনীতি’র সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে পুরো জেলাতেই তার বেশ সুনাম ছিলো। একসময় ছাত্র রাজনীতি ছেড়ে তিনি ব্যবসায় নিজেকে মনোযোগী করে তোলেন। বর্তমানে তিনি ক্লথিং ব্র্যাণ্ড ‘রিচ অ্যাণ্ড কিং’,‘ হাওর টেক্স’ ও ‘হাওর জিন্স’র প্রতিষ্ঠাতা।
এলাকায় একজন সমাজসেবী হিসেবে সায়াদের বেশ সুনাম রয়েছে। নিজ জন্মস্থান বা নিজ এলাকার প্রতি রয়েছে তার অন্যরকম টান, ভালোবাসা। যে কারণে এলাকার যেকোন জরুরি প্রয়োজনে এলাকাবাসী বিভিন্ন সময়েই তাকে পাশে পেয়েছে, কাছে পেয়েছে। কিছুদিন আগেই বাদশাগঞ্জের (সেলবরষ) মাটিকাটা মসজিদের টয়লেট’র আধুনিকরণের লক্ষ্যে তিনি একাই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থেকেছেন। আবার এরইমধ্যে তিনি একই মসজিদের আধুনিকরণের লক্ষ্যে নগদ এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
এ সময় মো. রমিনুল হক সায়াদ ছাড়াও আরো যারা উপস্থিত থেকে মসজিদের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেছেন তারা হলেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মো. আলার উদ্দিন, মাটিকাটা পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, সম্পাদক আব্দুল বাছেদ মুকুল, মো. এনামুল হক ভুট্টু, মো. কাছা মিয়া’সহ গ্রামের আরো সম্মানীত ব্যক্তিরা। এছাড়াও সুনামগঞ্জের মধ্যনগর থানার মধ্যনগর বাজারের সন্তান সাংবাদিক অভি মঈনুদ্দীনও উপস্থিত ছিলেন।
রমিনুল হক সায়াদ বলেন,‘ নিজের এলাকার প্রতি আসলে প্রত্যেকেরই যথাযথ দায়িত্ব পালন করা উচিত যার যার অবস্থানে থেকে। আমি একসময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও এখন পুরোপুরি একজন ব্যবসায়ী। আমার যা সামর্থ আছে তার মধ্য থেকেই আমি আমার এলাকার মানুষের পাশে নানানভাবে ইতোপূর্বে থেকেছি, বর্তমানেও থাকছি, আগামীতেও থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মনেকরি এলাকার সন্তান হিসেবে এটা আমার ফরজ কাজ। কারণ আল্লাহ আমাকে সামর্থ দিয়েছেন, আমিও যথাসাধ্য চেষ্টা করবো এলাকার যেকোন উন্নয়নে, সাধারণ মানুষের পাশে থাকতে। আমি শুধু সবার আন্তরিক সহযাগিতা ও দোয়া চাই।’
এদিকে সায়াদ এরইমধ্যে গড়ে তুলেছেন ‘হাওর ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন থেকেই শিগগিরই এক বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।