শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে ৪ মাসে ৩ বার ডাকাতি, আতঙ্কে যাত্রী ও চালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ২৬ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:২৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে আবারো ডাকাতি। লাউয়াছড়া বনের ভিতর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কে আবারো ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল।
গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১১ঃ৩০ ঘটিকায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের মুজিবের টিলা নামক স্থানে, সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি করা হয়েছে বলে জানা যায়।
বিগত ১৬ জুন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) চা বাগানের বেলতলী নামক এলাকায় এবং ১৯ জুলাই শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের মুজিবের টিলা নামক স্হানে ১৭/১৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস, মোটরবাইক থামিয়ে নগদ টাকা সহ মালামাল ডাকাতি করে। সেই ঘটনায় সম্পৃক্ত কোনো ডাকাতকে আটক করতে পারেনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশ।
গত রবিবার (২৫ সেপ্টেম্বর) একই স্থানে একই কায়দায় সংঘবদ্ধ ডাকাত দল শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতি করে। বিষয়টি নিয়ে আগত পর্যটক, চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ডাকাতির শিকার কয়েকজনের সাথে আলাপকালে বলেন, সংঘবদ্ধ ডাকাত দলের মধ্যে কেউ হাফ পেন ও খালি শরীরে ছিলেন, তবে ডাকাত দলের একজন ছাড়া বাকী সবার মুখে মাস্ক পড়া ছিলো বলে জানান। মাস্ক ছাড়া ঐ ব্যাক্তি লম্বা ও শ্যামলা চেহারা অধিকারী ছিলেন বলে এক যাত্রী জানান।
ডাকাতির হওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ডাকাতি হওয়ার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে, এবং যাত্রী ও চালকরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে যাতায়াত করতে পারেন সেজন্য শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে পুলিশের টহল জোরদার বাড়ানো হয়েছে।