দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ এএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পথচারীদের ধাক্কা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্সকেও ধাক্কা দেয়।
নিহত দুজন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আজিদপুর গ্রামের আজগর খাঁ (৩২) ও একই উপজেলার খানপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৫০)। সম্পর্কে তাঁরা শ্যালক-দুলাভাই। এ ঘটনায় আহত হয়েছেন মকবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি।
নিহত আজগরের বড় ভাই মো. মিঠু বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ইজিবাইকে পরিবারের সদস্যদের নিয়ে দিনাজপুরের কসবা খোঁয়াড়ের মোড় এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন আজগর খাঁ। তাঁর দুলাভাই মোহাম্মদ আলী কসবা এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করার সুবাদে সে এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁদের ইজিবাইকটি এম আব্দুর রহিম মেডিকেল কলেজর সামনে পৌঁছালে গাড়ির চার্জ কমে যায়। আত্মীয় আসার খবর পেয়ে মোহাম্মদ আলী বাসা থেকে মেডিকেল কলেজের সামনে এগিয়ে যান। ইজিবাইকের চার্জ কমে যাওয়ায় নারী ও শিশুদের ইজিবাইকে পাঠিয়ে দিয়ে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন মোহাম্মদ আলী ও তাঁর দুই শ্যালক আজগর খাঁ ও মকবুল হোসেন।
এ সময় পাবনার বেড়া উপজেলা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। তিনজনই ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজগর খাঁর। শব্দ শুনে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় লোকজন মোহাম্মদ আলী ও মকবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন মকবুল হোসেন।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজন চিকিৎসাধীন। ট্রাকে চালকের আসনে ছিলেন তাঁর সহকারী। ট্রাকটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালকের সহকারী মো. রাসেলকে আটক করা হয়েছে। চালক পলাতক। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।