টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ এএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কক্সবাজারের টেকনাফে র্যাবেরর সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে মাদক কারবারিরা র্যাবের একটি আভিযানিক দলের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক কারবারি আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দমদমিয়ার অপর পয়েন্টে আরও একজনের মরদেহ ভেসে এসেছে। তার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তারপর বিস্তারিত বলা যাবে।