রাঙামাটিতে অনির্দিষ্টকালের সিএনজি ধর্মঘট চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ এএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাঙামাটি শহরে চাঁদার দাবিতে আগুন লাগিয়ে অটোরিক্সা জ্বালিয়ে দেওয়ার ৩৫ ঘন্টার ব্যবধানে আবারো সিএনজি অটোরিক্সার উপর হামলার ঘটনায় বিক্ষুব্ধ অটোরিক্সা চালকরা রাঙামাটি শহরে অনির্দিষ্টকালের জন্য অটোরিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) ভোর থেকে রাঙামাটি শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে অটোরিক্সা চলাচল বন্ধ রেখে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সদস্যরা। সকাল থেকে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশী টহল জোরদার করা হয়েছে। এরআগে, শনিবার দিবাগত রাত সাড়ে দশটার সময় রাঙামাটি শহরের লুম্বিনী বিহারস্থ গ্যাস পাম্পের অদূরে উপজাতীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে চট্টগ্রাম-থ: ১১০৪০৮ নাম্বারের অটোরিক্সাটি ভাংচুর করে এবং চালক আবুল হোসেনকে মারধর করে।
এই ঘটনার প্রতিবাদে বোরবার সকাল ৬ টা থেকে রাঙামাটি শহরে অনির্দিষ্ট্যকালের জন্য অটোরিক্সা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে আসামবস্তি কাপ্তাই সড়কে একটি অটোরিক্সা জ্বালিয়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাঙামাটি শহরে আমরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনকে তিন দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এরই মধ্যে শনিবার রাতে আমাদের অটোরিক্সা চালক সমিতির কার্যকরী কমিটির সদস্য আবুল হোসেনরক মারধর করে তার অটোরিক্সাটি ভাংচুর করে।