এপিবিএন সদস্যকে কুপিয়েছে রোহিঙ্গারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৭ পিএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০৫ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য শহিদুলকে কুপিয়েছে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বালুখালীর নৌকার মাঠ এলাকার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যাম্প-৭-এ আসার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে দেখা হয় কনস্টেবল শহিদুলের। এ সময় একজন রোহিঙ্গার পরিচয় জানতে চাওয়ায় তার ওপর হামলা হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
সৈয়দ হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।