নাটোরে রাজশাহীগামী ট্রেনের ইঞ্জিনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩০ এএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:২২ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নাটোরের আব্দুলপুর স্টেশনে রাজশাহীগামী ‘উত্তর এক্সপ্রেস’ (মেইল ট্রেনে) ট্রেনের ইঞ্জিনে আগুন ধরার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই ট্রেনটি ২ ঘণ্টা স্টেশনে আটকে ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আব্দুলপুর স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেন স্টেশনে এলে হঠাৎ করে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় স্থানীয়রা স্টেশন থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার নিয়ে তা নিয়ন্ত্রণ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। পরে নাটোর স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এসে দুপুর পৌনে ১টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ থেকে ধোঁয়া বের হয়েছে।