খাগড়াছড়িতে ইউপিডিএফের অবরোধ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ এএম, ৪ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে আজ ৪ সেপ্টেম্বর (রবিবার) খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ (সকাল-৬টা-দুপুর ১২টা) কর্মসূচি চলছে। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’ এই অবরোধ ডেকেছে।
অবরোধ চলা উপজেলাগুলো হচ্ছে গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি। অবরোধের কারণে এসব উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে দুরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।
এদিকে, অবরোধ সমর্থকরা পাহাড়ের কয়েকটি স্থানে পিকেটিং করছেন। জালিয়াপাড়া-রামগড় সড়কের যৌথখামার নামক স্থানে টায়ার জ্বালিয়েছেন পিকেটাররা। তবে, এখনো পর্যন্ত কোথাও গাড়িতে হামলা-ভাংচুরের খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) জেলার গুইমারার দেওয়ান পাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মারা যান ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুন।