ঝিকরগাছায় পৃথক সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা হাসানসহ ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৯ এএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক ও ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ এজেন্সি (কাঁচামাল আড়ৎ) ব্যবসায়ী হাসানুল কবির রেজা ওরফে হাসান নিহত হয়েছে।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে।
নিহত হাসান পৌরসদরের পুরান্দরপুর গ্রামের মৃত-ছায়েদ আলী বিশ্বাসের ছোট ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে একটি ভ্যানযোগে হাসান কিছু তরকারি নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। কিন্তু একই ভ্যানে থাকা অন্য একটি যাত্রীকে বাসস্ট্যান্ডে নামাতে দিয়ে চালক ভ্যান ঘোরানোর সময় হাসান বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রাক নং ঢাকা মোট্টো-ট-১৬-৫৬৮৯ ওই ভ্যানে ধাক্কা দিলে হাসান ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। পরে খবর পেয়ে নাভারন হাঁইওয়ে থানা পুলিশ হাসানের লাশ উদ্ধারসহ ট্রাকটি আটক করেন। এদিন জোহরবাদ জানাজা শেষে পুরান্দরপুরস্থ পারিবারিক কবরস্থানে নিহত যুবদল নেতা হাসানের মরদেহ দাফন করা হয়েছে।
অপরদিকে শনিবার দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি গ্রামের বজলু শেখের ছেলে শিহাব হোসেন (১৪) এ্যাপাসী আরটিআর মোটরসাইকেল নং যশোর-ল-১৩-৯৬২২ যোগে গদখালী থেকে পানিসারা যাওয়ার পথে নিমতলা নামকস্থানে পৌছালে বালিভর্তি ট্রাক নং-যশোর-ট-১১-৫৪৭০ এর ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী শিহাব হোসেন ঘটনাস্থলে নিহত হয় এবং ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টেযায়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।