মধ্যরাতে গাড়ির চাপায় চবি শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৪ এএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:১৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে স্কুটি চালিয়ে বাসায় ফেরার পথে প্রাইভেটকার চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফতাব হোসেন (৩৯) নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চবির ১ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চবির শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, চবি শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাতে চবির ৩৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক আফতাব হোসেন তার নিজস্ব স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় ঘাতক প্রাইভেটকার পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ প্রাইভেটকার ও কারের চালককে আটক করেছে বলে জানা গেছে।