তাড়াইলে বিদেশী মদ ও গাঁজাসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ এএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় ৪৮ বোতল বিদেশি মদসহ পাঁচ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এস আই গোলাম কবীর বিশ্বাস সহ সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
তাড়াইল থানাধীন বাজারস্হ কাঠপট্টি এলাকা থেকে তাদের আটক করে তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিদের মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—১ শান্ত ভৌমিক (২০) পিতা মৃত গৌতম ভৌমিক, ২ সোহেল মিয়া (২২) পিতাঃ মোঃ হাসেম মিয়া, ৩ শাহিন মিয়া (৩০) পিতা হাসেম মিয়া, ৪ পিয়াস পাল (২৩) পিতা: পিন্টু পাল, ৫ রাসেল মিয়া (৩২) পিতা মৃত গিয়াস উদ্দিন, সর্ব সাং তাড়াইল বাজার কাঠপট্টি তাড়াইল কিশোরগঞ্জ।
উদ্ধারকৃত সর্বমোট (আটচল্লিশ) বোতল বিদেশী মদ ৪৮+৭৫০ মিঃ লিঃ--৩৬ লিটার যার মূল্য আনুমানিক ১,৬২,০০০/-টাকা, ও দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজার মূল্য আনুমানিক ৩,৫০০ টাকা সর্বসাকুল্যে মূল্য ১,৬৫,৫০০ টাকা।
তাড়াইল উপজেলা এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি মেনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানান তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ।