ভোলায় সিএনজি ও ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষে বিজিবি’র ল্যান্স নায়েক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০১ এএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভোলার ইলিশায় সিএনজি ও ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষে ইসমাইল (২৭) নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো ৩ যাত্রী।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে ভোলা-লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেন এর ছেলে। সে খাগড়াছড়ি বিজিবির ল্যান্স নায়েক ছিলেন। মঙ্গলবার সকালে ৪ দিনের ছুটি নিয়ে তিনি তার গ্রামের বাড়ি ভোলায় আসছিলেন। পথিমধ্যে ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত ইলিশা ফেরিঘাট থেকে একটি সিএনজিযোগে ৫ যাত্রী ভোলার উদ্দেশে আসছিলেন। সিএনজিটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এতে ঘটনাস্থলে ইসমাইল নামে এক বিজিবি ল্যান্স নায়েক নিহত হয় এবং আরো তিন যাত্রী আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম আজম বলেন, নিহত বিজিবি’র ল্যান্স নায়েকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে এ ঘটনায় ঘাতক ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।