বগুড়ায় ট্রাকের চাপায় বাইকের ২ আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ এএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১৫ আগস্ট) রাতে শহরতলির মাটিডালী বিমান মোড় এলাকার উত্তরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— বগুড়া সদরের কর্ণপুর গ্রামের রোস্তম আলীর ছেলে মুরগির খামারি রকি (২৬) ও কালিবালা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বালু ব্যবসায়ী হাবিব (২৬)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুই বন্ধু রকি ও হাবিব সোমবার রাত সোয়া ১১টার দিকে নিজ এলাকা থেকে মোটরসাইকেলে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। তারা বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় থেকে ৩০০ গজ উত্তরে মডার্ন হোটেলের সামনে পৌঁছলে ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রকি ও হাবিব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুজনের লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।