গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ এএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৭:০৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকা ময়মনসিংহ রেল রুটে গাজীপুরে ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ সোমবার (১৫ আগস্ট) সকালে রেলওয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে একটি বগি কাত হয়ে মাটিতে পড়ে গেলে ওই বগির দুই পাশে আরো দুইটা বগি কাত হয়ে যায়।
তিনি জানান, এই ঘটনার পর ঢাকার সাথে ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ রেল রুটের উত্তরবঙ্গ এবং উত্তর ও পশ্চিমবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। এছাড়া মৌচাক স্টেশনসহ কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।