ঝিকরগাছায় ব্যাটারী দোকানে ডাকাতি, নৈশপ্রহরী খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০০ এএম, ১৪ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
যশোরের ঝিকরগাছা বাজারে একটি ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দেয়ায় উপজেলার বেড়েরা গ্রমের মৃত-তুরফান মোড়লের ছেলে বাজারে নৈশপ্রহরী আব্দুস সামাদ (৭৫) কে স্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতদল।
গতকাল শনিবার (১৩ আগস্ট) গভীর রাতে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে ঘটনাটি ঘটেছে।
ঝিকরগাছা থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার গভীর রাতে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে একটি পিকআপ ভ্যানসহঅটো ইলেকট্রিক্যাল ওয়ার্কসপে ডাকাতির উর্দেশে ৮-১০ জনের একটি ডাকাতদল হানাদেয়। বিষটি জানতে পেরে নৈশপ্রহরী আব্দুস সামাদ সেখানে এগিয়ে গেলে ডাকাতদল তার মূখে কসটেপ মেরে বেধেঁ রাখে। এরপর একে একে অস্ত্রের মুখে বাজারের আরও ৩জন নৈশপ্রহরী ইউসুফ আলী, কামাল হোসেন ও সুপারভাইজার সুকুমারকে হাত-পা ও মুখ গামছা এবং কসটেপ দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা।
এসময় ডাকাতদের মারপিট ও শ্বাসরোধে নৈশপ্রহরী আবাদুস সামাদ নিহত হয়। এরপর ডাকাতরা ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কসপের তালা কেটেসেখানে থাকা ট্রাক ও আইপিএসের ২৬টি হ্যামকো ব্যাটারি লুট করে নিয়ে যায়। এছাড়া পাশের শাওন ফার্নিচারের শোরুম, একটি সিগারেট কোম্পানীর গোডাউন ও সঞ্জয় শীলের দোকানের তালা ভাঙলেও মালামাল নেয়নি ডাকাতরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৈশপ্রহরী আব্দুস সামাদকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুত্যু ঘোষনা করেন। নিহত আব্দুস সামাদের কপালে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে ঝিকরগাছা থানার এসআই মেজবাহ উর রহমান ও থানার ডিউটি অফিসার এস আই সুব্রত বলেন, নৈশপ্রহরী আব্দুস সামাদের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।