কমলগঞ্জে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক বাছিত আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২০ পিএম, ১৩ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১১:১৬ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা এবং কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান দ্রুত হাসপাতালে ছুটে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৌলভীবাজারের সদর হাসপাতেল কর্মরত চিকিৎকরা আব্দুল বাছিত খানের অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ শনিবার (১৩ আগষ্ট) দুপুরে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উবাহাটা (মান্দারিবন) এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক আব্দুল বাছিত খান। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।