গুড়ার মান্নান সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:১৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়ায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক নিয়োগের নামে টাকা নেয়ার অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী পরিচালক শহরের মালতিনগর এলাকার বাসিন্দা আব্দুল মান্নান সরকার এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ জুডিশিয়াল হাকিম মমিন হাসান এই আদেশ দেন।
তিনি বগুড়ার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ট্রাস্টের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন।
এই প্রতিষ্ঠান নিয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে শুরু থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আসছেন জেলার বীর মুক্তিযোদ্ধাদের একাংশ। অভিযোগ ওঠে সদর উপজেলা টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের নামে একাধিক ব্যক্তির কাছে থেকে অর্থ আদায় করেছেন আব্দুল মান্নান। এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বরে আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের নামে নেয়া অর্থ চেয়ে মামলা করেন বগুড়া সদরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যাপক বেলাল হোসেন।
মামলার এজাহারে বলা হয়, তৎকালীন নির্বাহী পরিচালক আব্দুল মান্নান সরকার সদরের টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ দেয়ার নামে তিন লাখ টাকা আদায় করেন। কিন্তু কোনো চাকরি দেননি আব্দুল মান্নান। পরে এই টাকা একাধিকবার চেয়েও পাননি বেলাল হোসেন। পরবর্তীতে টাকা ফেরত পেতে আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী রাশেদুল আলম সবুজ বলেন, অভিযুক্ত আব্দুল মান্নান সরকার মামলায় এর আগে দুবার জামিন নিয়েছিলেন। সম্প্রতি তার জামিনের মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট ২০২২) বিবাদী পক্ষের আইনজীবী সময় বাড়ানোর (টাইম পিটিশন) আবেদন করেন। কিন্তু বিচারক তা না মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।