গুইমারায় আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার নামে প্রতারণা আটক-২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ এএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৫৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া দুই প্রতারককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (০২ আগস্ট) গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়ার হাড়ভাংগা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা মাটিরাঙ্গার জামাল উদ্দিনের পুত্র নাঈম উদ্দিন সাকিব এবং একই উপজেলার ৪নং আর্দশগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সালমান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ।
গুইমারার লুন্দুক্যাপাড়ার হাড়ভাঙ্গা এলাকা থেকে ঘর দেওয়ার নামে টাকা নিতে আসলে এলাকাবাসী হাতেনাতে আটক করে তাদেরকে পুলিশে দেয়। পুলিশ দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত দুই প্রতারকের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নামে নানান কৌশল অবলম্বন করে স্থানীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে আত্মসাৎ এর অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। ভূমিহীন অসহায়, বিধবা ও দরিদ্রদের বরাদ্ধ দেওয়া সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে মাটিরাঙ্গা উপজেলার এই দুই প্রতারক ৭ হাজার করে দাবী করে। প্রতারকেরা এলাকা বাসীকে বলেন অর্থ না দিলে ঘর বরাদ্দ দেওয়া হবে না বলে জানান স্থানীয়রা। তারা আরো জানান, সাইফুল ইসলাম, হোসেন আহাম্মদ ভুইয়া, শান্তা আক্তার, হোসনা বানুসহ হতদরিদ্র নিরীহ মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার নামকরে টাকা হাতিয়ে নেয় এই প্রতারকেরা।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) রক্তিম চৌধুরী জানান, আশ্রয়ন প্রকল্পের নাম দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি যথাযথ প্রদক্ষেপ গ্রহণসহ মামলা হবে বলে তিনি জানান।