তাড়াইলে নিয়মিত বসে জুয়ার আসর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর ছড়িয়ে পড়েছে জুয়া খেলার বাণিজ্য। এলাকার রয়েছে বেশ কয়েকটি চক্র গ্রামের হাট-বাজারে ঘরের মধ্যে প্রতিদিন তাস দিয়ে জুয়া খেলার আয়োজন করছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী কতিপয় সুবিধাভোগী।
জানা গেছে, তাড়াইল উপজেলা সেকান্দর নগর জুয়া খেলার জমজমাট বাণিজ্য চলছে। উপজেলায় ক্ষমতাসীন দলের তকমা লাগিয়ে কতিপয় প্রভাবশালী এসব জুয়া খেলার আসর বসিয়ে বাণিজ্য করে আসছেন। এসব আসরে জুয়া খেলতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী বাড়ছে অপরাধ প্রবণতা।
বিশেষ করে শিক্ষার্থী ও তরুণরা হচ্ছেন বিপথগামী। মাঝে মধ্যে পুলিশের অভিযানে জুয়াড়িদের আটক করা হলেও আয়োজকরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
তাড়াইল থানার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যারা এই জুয়ার বোর্ড পরিচালনা করে, সেকান্দর নগর, হানিফ মিয়া, নুরুল ইসলাম পীর সাহেব বোরগাঁও, সবুজ মিয়া, এমদাদ, জামিল, জাওয়ার, জুলহাস মিয়া তাদের অনেকেরই বসতবাড়ি খেলা হয় তাস। এখানে প্রতিদিন কয়েক লাখ টাকার জুয়া খেলা হয়। বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে যায়।
তাড়াইল এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী জমজমাট বাণিজ্য করে আসছে।
এলাকার সুশীল সমাজের সময়ের দাবি এলাকা মাদক ও জুয়া মুক্ত হোক এমটাই প্রত্যাশা করেন সুশীল সমাজ এ থেকে দ্রুত পরিত্রান পাওয়ার জন্য আইন প্রশাসনের দৃষ্টি দেওয়ার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।