চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ এএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার এলাকায় শুক্রবার রাতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ঘটনায় অটোরিকশারচালক আহত হয়েছেন।
নিহতরা হলেন রিপন, লিটন ও মাসুদ পাটওয়ারী। তাদের মধ্যে রিপন সদর উপজেলার এবং অন্য দুজন ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর-রায়পুর মহাসড়কের বাগড়া বাজার এলাকায় সিলিন্ডারবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।
ওসি আব্দুর রশিদ আরো বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং এর চালককে আটক করেছে।