মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩ এএম, ২৭ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১১:১৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন।
আজ বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৈলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মা রওশন আরা বেগম (৪৫) ও মেয়ে আল্লাদী আক্তার (২০) ফরিদপুরের ভাংগা উপজেলার ছলিমদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী ও মেয়ে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৈলগ্রাম নামক স্থানে রাজৈরগামী একটি যাত্রীবাহী অটো ভ্যানগাড়ী উল্টে পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানগাড়ী থেকে পড়ে যাওয়া যাত্রী মা রওশন আরা বেগম ও মেয়ে আল্লাদী আক্তার নিহত হন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।