রায়পুরা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মৃধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২ পিএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি,মো তাজুল ইসলাম মৃধার জানাযায় হাজারো মানুষের ঢল নেমেছে। (৭৫) সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টায় রায়পুরা পৌর এলাকার পূর্বপাড়া কুড়েরপাড় সিকান্দর বাড়ির তার নিজ বাসভনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মৃত জমির উদ্দিন প্রধানের ২য় ছেলে। তার ৩ছেলে ১মেয়ে স্ত্রীসহ অসংখ্য গোন গ্রাহী রেখে গেছেন। তিনি ৬০এর দশক থেকে রাজনৈতিক কর্মকান্ড শুরু করেন। ৮০'র দশকে জাতীয় পার্টির রাজনীতির পর ৯০দশক থেকে বিএনপির কর্মকান্ডের সাথে সক্রিয় ভুমিকা পালন করে আসছিলেন। বেশ কিছু দিন যাবত স্টোক জনিত কারণে অসুস্থ ছিলেন।
মরহুমের জানাযা মঙ্গলবার বাদ আসর পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: খায়রুল কবির খোকন,কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ারি আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী-৫আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফাইজুর রহমান, নরসিংদী-৫আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য রুহুল আমিন ভুইয়া রুহেল,উপজেলা বিএনপির সহ সভাপতি ও হযরত আলী ভুইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন ও যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব,রায়পুরা পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা পৌর বিএনপির আহবায়ক ইদ্রিছ আলী মুন্সি, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান, জেলা যুবদলের সহ সভাপতি নাজমুল হক ভুইয়া মোহন ও সহ সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক , জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল সেন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহমদ চৌধুরী মানিক সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন।