ফেনীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯ এএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫৮ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনী শহরের নাজির রোডের একটি বাড়িতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তারা তিনজনই বাগেরহাট জেলার পঞ্চগকরণ গ্রামের মুন্সিবাড়ীর বাসিন্দা।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ফেনী পৌর এলাকার নাজির রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজির রোডের রুহুল আমিন মিয়ার ৩য় তলা ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। সেখানে বাগেরহাটের পঞ্চগকরণ গ্রামের মুন্সিবাড়ীর বাসিন্দা সৈয়দ আলী মুন্সীর ছেলে নুর ইসলাম, রহমান ও মনিরুল বসবাস করতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।
স্থানীয়রা জানান, নিহত তিনজন বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন শহরের নাজির রোড এলাকায় থাকতেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, দীর্ঘ দিন সেপটিক ট্যাংকের ঢাকনা বন্ধ থাকায় সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের ক্রিয়া এবং অক্সিজেন সংকটের কারণে তিনজনের মৃত্যু হতে পারে।