কেশবপুরে বিল থেকে মাছ শিকারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৯ এএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যশোরের কেশবপুরে বিল থেকে মাছ শিকার করতে গিয়ে পঞ্চানন মন্ডল (৫৫) নামে একজন মাছ শিকারীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পঞ্চানন মন্ডল উপজেলার গড়ভাঙ্গা গ্রামের মৃত শরৎ মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সকালে পঞ্চানন মন্ডল জাল দিয়ে মাছ শিকার করার জন্য বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর বিলে যান। সেখানে মাছ শিকারের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই দিন বিকেলে নারায়ণপুর গ্রামের এক ব্যক্তি বিলে ঘাস কাটতে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তার পাশে ছিল একটি মাছ ধরা জাল ও হাড়িতে দুটি শোল মাছ।
পঞ্চানন মন্ডলের ছেলে শিক্ষার্থী অপূর্ব মন্ডল বলেন, তার বাবা জাল দিয়ে বিভিন্ন বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তার উপার্জনে আমাদের সংসার চলতো। মাছ ধরতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নারায়ণপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম পাটোয়ারী বলেন, বিকেলে নারায়ণপুর বিলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। সন্ধ্যায় মরদেহ শনাক্ত হলে পরিবার ও এলাকাবাসীর উপস্থিতিতে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক আব্দুল কাদের বলেন, নারায়ণপুর বিল থেকে মাছ শিকারী পঞ্চানন মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।