ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ এএম, ২৪ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ও রোববার ভোর সাড়ে ৬ টার দিকে দুর্ঘটনার এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যাক্তিরা হলেন আব্দুল হাকিম (২৮) ও সাইফুল ইসলাম (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর নামক স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে চালক ভেতরে ঘুমাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক এসে থেমে থাকা ট্রাকটিকে সজরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে থেমে থাকা ট্রাক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারী মো. শাহিনকে (২২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে রোববার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার হারুয়া বাসস্ট্যান্ড নামক স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সাইফুল ইসলাম (৪১) ঘটনাস্থলেই মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল হাকিমের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া গ্রামে। সে ওই এলাকার মো. সরকার উদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত সাইফুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার ধৌবাউড়া উপজেলার জিগাতলা গ্রামে। সে ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।