শ্রীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ঘ, নিহত- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ এএম, ২৪ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাথে গার্মেন্টস শ্রমিক বহনকারী বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসযাত্রী পোশাক শ্রমিক ৩ জন এবং ২ জন ট্রেনের যাত্রী বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন।
আজ রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।
তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।