এক ঘণ্টার কথা বলে বিদ্যুৎ নেই ৩ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৪০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতেও আজ মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময়ের জন্য লোডশেডিং শুরু হয়েছে। দিনে এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও হিলিতে আজ সকাল থেকে বিদ্যুৎ গেছে ৩/৪ বার। প্রতিবারই এক ঘণ্টার বেশি সময়ে বিদ্যুৎ আসছে না। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
হিলি বাজারের পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন পোশাকে প্রিন্টের কাজ করি। সেই কাজ করতে ক্রেতারা দোকানে আসে কিন্তু একেতো প্রচ- গরম এর ওপর বিদ্যুৎ থাকছে না- যার কারণে ক্রেতারা এলেও বিদ্যুৎ নেই দেখে ফিরে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় ক্রেতারা দোকানের ভেতরেই আসছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩/৪ বার বিদ্যুৎ গেছে।
হিলি বাজারের ওয়েল্ডিং ব্যবসায়ী রনি হোসেন বলেন, আমাদের কাজ হলো বিদ্যুৎ নিয়ে, কিন্তু আজ সকাল থেকে কয়েকবার লোডশেডিং হয়েছে- যার কারণে কাজ হচ্ছে না। দিনে এক ঘণ্টা করে লোডশেডিংয়ের কথা থাকলেও সকাল থেকে ৩/৪ বার করে বিদ্যুৎ গেলো। যার কারণে ঠিকমতো কাজ হচ্ছে না।
বাজারের দন্ত চিকিৎসক আরিফুর রহমান বলেন, লোডশেডিংয়ের ফলে আমাদের ডেন্টাল চেম্বার চালানো কঠিন হয়ে পড়েছে। সকাল থেকে এ পর্যন্ত তিন থেকে চারবার বিদ্যুৎ যাওয়া আসা করছে। রোগীর চিকিৎসার সময়ও বিদ্যুৎ যাচ্ছে। ডেন্টালের এমন কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলো জেনারেটর দিয়ে করা সম্ভব হয় না। পুরোপুরি বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। এভাবে লোডশেডিং চলতে থাকলে আমাদের কাজ নিয়ে দুশ্চিন্তায় আছি।
পল্লি বিদ্যুৎ সমিতি-২ হিলি সাবজোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী সোলায়মান হোসেন বলেন, ‘এক ঘণ্টা করে লোডশেডিং হওয়ার কথা থাকলেও আমাদের যে পরিমাণ বিদ্যুতের চাহিদা সেই মোতাবেক বিদ্যুৎ পাচ্ছি না। যার কারণে লোডশেডিং বেশি হচ্ছে। এখনও লোডশেডিংয়ের শিডিউল হয়নি তবে অচিরেই আপনারা পেয়ে যাবেন। আর বিদ্যুতের এই পরিস্থিতি স্বাভাবিক হতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে।