হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৯:০৩ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগাগেট এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
আজ সোমবার (১৮ জুলাই) দুপুর ২টার এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের দরগাগেট এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে প্রথমে একজনের মরদেহ আনা হয়। পরে আরও তিনজনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে।