কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি রাজ্জাক- সা'সম্পাদক অপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ এএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৩৬ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৭ জুলাই) নব গঠিত কমিটিতে সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারন সম্পাদক শামিম উল হাসান অপু নির্বাচিত হন।
গত ৩০ জুৃন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ৫জুন মনোনয়ন উত্তোলনের দিন ধার্য্য করে কমিশন।
নির্বাচনে ৯ টি পদের মধ্যে ৮টি পদের প্রত্যেকটি পদে বিপরীত প্রতিদ্বন্দি না থাকায় বিনা ভোটে নির্বাচিত হন তারা। সাধারন সম্পাদক পদে শামিম উল হাসান অপু ও নজরুল ইসলাম মুকুল মনোনয়ন উত্তোলন করেন।
গত ১৫ই জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নজরুল ইসলাম মুকুল তার প্রার্থীতা প্রত্যাহার করলে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন নির্বাচন কমিশন।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সাধারন সম্পাদক এম এ জিহাদ, সাংগাঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, কোষাধাক্ষ্য এনামুল হক, প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমান ও নির্বাহী সদস্য হায়দার আলী।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শেহাব উদ্দীন আহাম্মেদ এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মোকাদ্দেস হোসেন সেলিম ও আসলাম আলী।