মির্জাপুরে বাসচাপায় মা-মেয়ে-ছেলে নিহত, মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ এএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৩২ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
মির্জাপুরে বাসচাপায় একই পরিবারের মা-মেয়ে-ছেলে নিহত হয়েছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। এতে মহাসড়কের দুই পাশে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে, রোধ আর তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাস স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী বলেছেন, নিহতদের বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকায়।
পাকুল্যা এলাকার বাসিন্দা গোলাম নওজব পাওয়ার চৌধুরী জানান, বেলা সাড়ে ১১টার দিকে একজন নারী তার দুই শিশু সন্তান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৭ বছরের মেয়ে নিহত হয়। আহত হয় মা ও ছেলে। তাদের উদ্ধার করে জামুর্কি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মা ও ছেলের মৃত্যু হয় বলে তিনি জানান। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী পাকুল্যা বাস স্টেশন এলাকায় ওভার ব্রিজ নির্মাণের দাবিতে সমাবেশ করেন। এসময় ঘটনাস্থলের উভয় পাশে অন্তত ৩০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, গত ৫ বছরের ব্যবধানে এখানে শতাধিক নারী পুরুষ ও শিশু নিহত হয়েছেন। প্রশাসন বার বার ওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। এলাকাবাসী ঘোষণা দিয়েছেন, পাকুল্যা বাস স্টেশন এলাকায় ওভার ব্রিজ নির্মাণের সঠিক তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবেন না।
এব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, ‘এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট রয়েছে।