বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ পিএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:০৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাবটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
তিনি আরও জানান, নওগাঁ থেকে আসা নওগাঁ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে আখী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহতদের লাশ শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প তাদের হেফাজতে নিয়েছে।